ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে কাভার্ড ভ্যানে আগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
ফেনীতে কাভার্ড ভ্যানে আগ্নিসংযোগ কাভার্ড ভ্যানে আগুন

ফেনী: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথায় একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার রাত (১০ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে এঘটনা ঘটে।  

গাড়ি চালকের সহযোগী মোহাম্মদ হাসান জানান, যাত্রা পথে সাময়িক বিরতি নেয়ার জন্য রামপুর রাস্তার মাথায় জব্বার মার্কেটের সামনে দাড়ানোর কিছুক্ষন পরই চার পাঁচ জন যুবক তাদের মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়।

এর পরপরই গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে  পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বেশ কিছুক্ষণ মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কাভার্ড ভ্যানটি আবুল খায়ের গ্রুপের খাদ্য পণ্য নিয়ে চট্রগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্য সিং মারমা জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। ততক্ষণে কাভার্ডভ্যানটি প্রায় পুড়ে যায়। তিনি বলেন, তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।  

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসএইচডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।