শনিবার (১০ ফেব্রুয়ারি) গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠানের মাধ্যমে ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্যাম্পের বাংলাদেশ পর্ব সমাপ্ত হয়।
রোববার অংশগ্রহণকারী সবাই একসঙ্গে ট্রেনযোগে কলকাতার গঙ্গানগর ভারত স্কাউটস অ্যান্ড গাইডস ট্রেনিং সেন্টারে পৌঁছাবে।
আগামী ১২-১৬ ফেব্রুয়ারি সেখানে ‘ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্যাম্প’র ভারত পর্ব অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে বাংলাদেশ স্কাউটস ও ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর প্রায় ৮০০ জন স্কাউট, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যৌথ ক্যাম্পে অংশগ্রহণ শেষে বাংলাদেশ স্কাউট সদস্যরা দেশে ফিরবেন।
শনিবারের গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, এমপি। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস প্রধান কমিশনার মোঃ মোজম্মেল হক খান।
সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডস কন্টিনজেন্ট লিডার যোগেন্দ্র প্রসাদ।
ক্যাম্পে স্কাউট ছেলে-মেয়েরা ফান অ্যান্ড গেম, ইয়ুথ ফোরাম, অব্যাস্টগেল, ম্যাসেঞ্জার অব পিস কার্যক্রম, বিশ্ব বন্ধুত্ব, ফুড ফেষ্টিভাল, কালচালার নাইট, এডুকেশনাল ট্যুর, হাইকিং ও ইয়ুথ পার্লামেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম/এসআইএস