শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।
তিনি বলেন, রাতে সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী কেন্দ্র পরিদর্শক মীর্জা মোঃ জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
শনিবার সকালে মুলাদী উপজেলার সফিপুর থেকে আটক হওয়া যুবক ওই এলাকার ফজলুর রহমান মুন্সীর ছেলে। ওসি মো. মতিউর রহমান বলেন, আটক ইমনের মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে উত্তরসহ গণিতের প্রশ্নপত্র আসে। এরপর সে তার স্বজন ও বন্ধুদের কাছে তা ছড়িয়ে দেয়ার চেষ্টা করে।
এসময় পুলিশের সন্দেহ হলে মোবাইল ফোনসহ ইমনকে আটক করে এবং উত্তরসহ গণিতের প্রশ্নপত্র দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে তাকে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, গণিতের প্রশ্নপত্রের সঙ্গে ইমনের মোবাইল ফোনের উত্তরসহ প্রশ্নপত্রের মিল থাকায় তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ০৪২৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএস/এমআরএম/এসআইএস