রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
ঢাকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাসের একজন কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, সকালে প্রতিনিধিদলের অনেকেই কক্সবাজার রওনা দিয়েছেন। বাকিদের কেউ কেউ বিকেলে কক্সবাজার যাবেন।
** রোহিঙ্গা প্রত্যাবাসনে ‘নীরব’ মিয়ানমার
এছাড়া প্রতিনিধিদেলের একটি অংশ বাংলাদেশ হয়ে মিয়ানমার যাবে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিনিধিদলের সদস্য কক্সবাজারে থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখান থেকে ঢাকায় ফিরে ১৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করবেন তারা।
উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার, বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্যবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধানরা রয়েছেন। বাংলাদেশ সফর শেষে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার ও বাণিজ্যবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধানরা মিয়ানমার যাবেন।
ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব কমিটির সভাপতি পিয়ার এন্টনি পেনজারির নেতৃত্ব প্রতিনিধিদলে রয়েছেন জেকহিম জিলিয়ার, সোরায়া পোস্ট, বারবারা লকবাইলার, উরমাস পায়েট, মার্ক তারাবেলা, জেন ল্যাম্ববার্ট, জেমস নিকলসন, রির্চাড করবেট, ওয়াজিদ খান, সাজ্জাদ করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১,২০১৮
কেজেড /এমএ