ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাছ-মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
মাছ-মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ বিলুপ্তপ্রায় দেশীয় রানি মাছ, রয়েছে টেংরা, খলিসা

ঢাকা: মাছ ও মাংস উৎপাদনে বাংলাদেশ প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে সরকারি একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি মাছ ও গবাদি পশুর উৎপাদনে ব্যাপক অগ্রগতির ফলে এ অর্জন সম্ভব হয়েছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে ২০১৬-১৭ সালে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিলো ৪০ লাখ ৫০ হাজার মেট্রিক টন। ওই অর্থবছরে লক্ষ্যমাত্রার বিপরীতে ৪১ লাখ ৩৪ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮৪ হাজার মেট্রিক টন বেশি।

 

আর প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, ৭১ দশমিক ৩৫ লাখ টন মাংসের চাহিদার বিপরীতে গত বছর দেশে মাংস উৎপাদিত হয়েছে ৭১ দশমিক ৫০ লাখ টন।

পাশাপাশি ২০১৬-১৭ অর্থবছরে প্রাণিজ আমিষের অন্যান্য উৎস হিসেবে দুধ ও ডিম উৎপাদন হয়েছে যথাক্রমে ৯২ লাখ ৮৩ হাজার মেট্রিক টন এবং ১৪৯৩.৩১ কোটি।

মাছ ও মাংস উৎপাদনে অর্জিত সাফল্য ধরে রাখার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগোপযোগী দিক-নির্দেশনায় মৎস্য অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তর উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহারের মাধ্যমে সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।