শনিবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চর গামারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী আব্দুল্লাহ (২৫)।
আব্দুল্লাহ চায়ের দোকানে কাজ করতেন বলে জানা গেছে। নিহত রিনা বেগমের বাবার বাড়ি ইসলামপুরের কাঁচিহারা গ্রামে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বাংলানিউজকে জানান, দেওয়ানগঞ্জের চর গামারিয়া কুদ্দুস আলীর ছেলে আব্দুল্লাহর সঙ্গে ৭ বছর আগে ইসলামপুরের কাঁচিহারা গ্রামের ইনছার আলীর মেয়ে রিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।
এর জের ধরে শনিবার গভীর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল্লাহ তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই রিনার মৃত্যু হয়। ঘটনার পর রাতেই স্ত্রীর মরদেহ ঘরে রেখে পালিয়ে যান আব্দুল্লাহ। খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আব্দুল্লাহকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ