রোববার (১১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হাইকোর্টের দিক-নির্দেশনায় র্যাব এই হত্যাকাণ্ডের তদন্ত করছে।
শিগগির সেটা কত দিন লাগতে পারে এ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।
এই হত্যাকাণ্ডের পর এতোদিনেও হত্যারহস্য উদঘাটন করতে না পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, না, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতা নেই।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ৫৮/এ/২, রশিদ লজ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলার ফ্ল্যাটে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়৷ এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসকে/আরআর