রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ডিজেল অকটেনের তেলের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
লঞ্চ ও সিবোট ঘাটের ইজারাদার মার্টিন বাংলানিউজকে জানান, খলিল এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস ইনচার্জ কর্মকর্তা মো. আরিফুজ্জামান শেখ বাংলানিউজকে জানান, খবর পেয়ে শ্রীনগরে ফায়ার সার্ভিস সদরের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তেল উত্তোলনকালে পাম্প টোন মেশিন দিয়ে তেল সরবরাহকালে স্পার্কের সৃষ্টি হয় যা আগুন লাগার কারণ। সদর ফায়ার সার্ভিস এবং পোস্তগোলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রনে এসে পড়ে। এতে প্রায় ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এনটি