ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিচার দাবিতে ডিসি কার্যালয়ে এক পরিবারের অবস্থান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
বিচার দাবিতে ডিসি কার্যালয়ে এক পরিবারের অবস্থান বিচারের দাবিতে এক পরিব‍ারের অবস্থান কর্মসূচি

মৌলভীবাজার: প্রতিপক্ষ দ্বারা ঘরবাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট, ভূমি দখল ও নির্যাতনের অভিযোগে সুবিচারের দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে একটি পরিবার।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের পশ্চিম পদিনাপুর গ্রামের মুকুট মিয়া স্ত্রী ও সন্তান নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

অভিযোগকারী মুকুট মিয়া জানান, তার স্ত্রী রাবেয়া বেগমের ৩ ভাই তাজুদ মিয়া, কটু মিয়া ও শফিক মিয়া ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘর ভাঙচুর করে মালামাল লুট করে তাদের উচ্ছেদ করে।

তিনি জানান, গত ৪ জানুয়ারি রাতে তিন ভাই মিলে ঘরে ঢুকে তাদের ওপর হামলা চালায়। এসময় তারা ২টি বসতঘর ভাঙচুর করে নগদ ৬০ হাজার টাকা, ঘরের ১০ বান টিন, ১৫ মণ ধান, হাঁস-মুরগি, গরু-ছাগল, ৫০ হাজার টাকার কাঠ ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। এছাড়াও এসময় তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়।

এ বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেলেও কোনো মামলা নেয়নি। পরে বিষয়টি সমাধানে পুলিশ মৌলভীবাজার মডেল থানায় সালিশ আহবান করেন। সেখানে থানার উপ পরিদর্শক ওলিউল সাদা স্ট্যাম্পে তাদের স্বাক্ষর নিয়ে ১ লাখ টাকার বিনিময়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেন।

তারা তাতে রাজী না হলে পরবর্তীতে তিনি বিষয়টি ধামাচাপা দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষরের বিষয় অস্বীকার করেন। এ অবস্থায় পরিবারটি বাড়িঘর ও ভূমিহীন অবস্থায় খোলা আকাশের নিচে অবস্থান করছে।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) ওলিউল বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে তাদের মালামাল প্রতিপক্ষের কাছ থেকে নিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং মুচলেকা আদায় করা হয়েছে। তবে কোনো সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।