ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
কোটালীপাড়ায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার ৩

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা শুরুর আগে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন পরীক্ষা কেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছে পাওয়া প্রশ্নপত্র ও পরীক্ষার হলে সরবরাহকৃত প্রশ্নপত্রের সঙ্গে মিল পাওয়া গেছে।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। এরা হলো-গৃহ শিক্ষক মো. সালাউদ্দিন (৩৫), পরীক্ষার্থী মেহেদী শেখ (১৬) ও ফেরদাউস বিশ্বাস (১৬)। এদের সবার বাড়ি কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং আরো কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।