সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন/ছবি: শাকিল আহমেদ
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্তার জন্যই আমরা বিশ্ব দরবারে রোহিঙ্গা বিষয়ে মাথা উঁচু করে আছি বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেন।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে বিজিবির সদর দফতরে আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, মিয়ানমারের সৈন্যরা ১৮ বার আমাদের সীমান্ত অতিক্রম করেছে।
শান্ত থেকেই আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। আমরা যদি হামলা করতাম তাহলে যুদ্ধ লেগে যেতো। আর তারা তখন বিশ্বকে দেখাতো বাংলাদেশের হামলায় শতশত রোহিঙ্গা মারা গেছে। প্রধানমন্ত্রীর বুদ্ধিমত্তাই আমরা বিশ্ব দরবারে রোহিঙ্গা বিষয়ে মাথা উঁচু করে আছি। আমরা ভিত বা দুর্বল নই।
মেজর জেনারেল আবুল হোসেন বলেন, ‘ ওই সময় আমরা যদি উত্তেজিত হয়ে যেতাম তাহলে বাংলাদেশে আজ যুদ্ধ থাকতো। মিয়ানমারের উদ্দেশ্য ছিলো যুদ্ধ বাধিয়ে একটি অশান্ত পরিবেশ তৈরি করা। কিন্তু কৌশলে আমরা তা এড়িয়ে গেছি। ’
তিনি বলেন, যেদিন আমি যোগদান করেছি, তার পর দিনেই রোহিঙ্গাদের প্রবেশ শুরু হয়। পরে আমরা দু’আড়াইদিন রোহিঙ্গাদের বর্ডারে আটকে রেখেছিলাম। তাদের দেখে মানবিক হয়েছি। পরে প্রধানমন্ত্রী নির্দেশেই রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এজেডএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।