ফেনী: ফেনীতে পচা মিষ্টি বিক্রি, ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল আচার বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভেজাল ভোজ্য তেল টিনজাত করার অপরাধে ও টিনের গায়ে উৎপাদনের মেয়াদ উল্লেখ না থাকায় চৌধুরী ট্রেডার্সের ম্যানেজার হারাধন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শহরের ট্রাংক রোডে জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারের প্যাকেটের ওজন ৮৭ গ্রাম, মিষ্টি ও দধি মেয়াদোত্তীর্ণ হওয়ায় জয় গোপাল বাবুকে ৩০ হাজার টাকা জরিমানা, রাহমানিয়া মিষ্টান্ন ভান্ডারে অনুমোদনহীন দই ও পচা মিষ্টি বিক্রয়ের অপরাধে মালিক আজিমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, নকল আচার বিক্রির অপরাধে তাকিয়া রোডের নূর ফুড প্রোডাক্টসের বাবলুকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
অভিযানেকালে স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসএইচডি/এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।