ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে ২৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
শ্রীনগরে ২৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মো. রাসেল (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রুদ্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

রাসেল উপজেলার মধ্যম রুদ্রপাড়া গ্রামের মো. রশিদ খানের ছেলে রাসেল।  

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক নাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শ্রীনগর থানাধীন রুদ্রপাড়া গ্রামস্থ বৈচারবিলগামী ইট সলিং রাস্তা সংলগ্ন এলাকা থেকে ২৯০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ দুই হাজার ৭০০ টাকাসহ রাসেলকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৭ হাজার টাকা। রাসেলের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান কমান্ডার জনি।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।