রোববার (১১ ফেব্রুয়ারি) রামনাবাদ ও ডিগ্রি নদীতে মাছ ধরা অবস্থায় জেলেদের ট্রলার এবং যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের উপস্থিতিতে জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছ পায়রা বন্দর স্থানীয় এতিমখান ও মাদ্রাসাসহ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
কোস্টগার্ড রামনাবাদ কন্টিজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মৌডুবি থেকে ককশিট ও প্লাস্টিকের বস্তা বোঝাই জাটকা লঞ্চে করে পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে রামনাবদা ও ডিগ্রি নদীতে জাটকা শিকারি বিভিন্ন ট্রলার এবং যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা ও নিষিদ্ধ ঘোষিত ৬ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এমএস/আরবি