সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নাজিম উদ্দিন রোডের মাক্কুশা মাজার থেকে বেগমবাজার মোড় পর্যন্ত হেঁটে চলাচল করা যাচ্ছে। তবে এ রোডে রিকশাসহ কোনো রকম যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।
গাড়ি রেখে যারা পায়ে হেঁটে যাচ্ছেন তাদের কারো কাছে ব্যাগ থাকলে তল্লাশি করা হচ্ছে।
মাক্কুশা পয়েন্টে দায়িত্বে থাকা ডিএমপির এসি বজলুর রশীদ বাংলানিউজকে বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে মাক্কুশা মাজার মোড় থেকে বেগমবাজার মোড় পর্যন্ত রাস্তায় সব রকমের চলাচলে নিষেধাজ্ঞা ছিল। সোমবার সকাল থেকে জনগণের চলাচলে কিছুটা শিথিলতা আনা হয়েছে। তবে এখনো যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এ সময় মাক্কুশা মাজার মোড় থেকে একটি অ্যাম্বুলেন্স যেতে চাইলে ফিরিয়ে দেয় পুলিশ।
উল্লখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সেদিন থেকে এ সড়কে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এমএইচ/আরএ