ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে ৪ মণ জাটকা জব্দ, ৯ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
লৌহজংয়ে ৪ মণ জাটকা জব্দ, ৯ জেলের জরিমানা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা অংশের পদ্মা নদীতে অভিযান চালিয়ে চার মণ জাটকা, ৯০ হাজার মিটার কারেন্ট জালসহ নয় জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কাসেম (৫০), মো. মাঈনউদ্দিন (৩০), মো. সাঈদ (৩২), ওসমান গণি (৩৫), ওবায়দুল (২৫), সন্তস দাস (২৫), মো. খলিল (৪০), মো. মনির হোসেন (৪০), মো. জিলানী (৩০)।

লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, ভোরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে চার মণ জাটকা, ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয় জনকে ৫০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ও পদ্মা নদীর তীরে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইকবাল হোসেন, সহকারী মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা শরোজিৎ কুমার ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।