ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামপাল প্রকল্প বাতিলসহ সাতদফা দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
রামপাল প্রকল্প বাতিলসহ সাতদফা দাবিতে বগুড়ায় মানববন্ধন মানববন্ধন/ছবি: বাংলানিউজ

বগুড়া: রামপাল প্রকল্প বাতিল ও কমিটির নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ সাতদফা বাস্তবায়নের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বগুড়া জেলা শাখা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কমিটি বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
এতে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক জিন্নাতুল ইসলাম জিন্নাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সাইফুল ইসলাম পল্টু, আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশ-বিদেশের সব তথ্য গবেষণা ও প্রবল জনমত উপেক্ষা করে সরকার এখনো সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রয়াত্ব বিদ্যুৎখাতের উন্নয়ন না ঘটিয়ে ব্যয়বহুল বেসরকারিখাতকে উৎসাহিত করা হচ্ছে। বিশাল ঋণ ও মহাবিপদের ঝুঁকি সত্ত্বেও রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে এগোচ্ছে সরকার।

তাই পরিবেশ সম্মতভাবে বিদ্যুৎ সমস্যার সমাধানকল্পে দেশের বিশেষজ্ঞদের মতামত ও জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনাসহ জাতীয় কমিটির সাত দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।