সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের চিতলী বৈটপুরে অবস্থিত ইনস্টিটিউটের ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভরত শিক্ষার্থী মাহামুদ শিমুল, আব্দুল্লাহ সবুজ, প্রন্ত চন্দ্র, বাপ্পি সাহেবসহ আরও কয়েকজন জানান, অধ্যক্ষ ড. সিরাজুল ইসলাম হোস্টেলের রুমে ভাড়ার বিনিময়ে বহিরাগত লোকদের রাখেন।
গ্যাস বাবদ বাৎসরিক ১ লাখ ৮৪ হাজার টাকা বাজেট থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে গ্যাস বিল দেন তিনি। পানির প্লান্ট থাকা স্বত্ত্বেও শিক্ষার্থীরা বিশুদ্ধ খাবার পানি থেকে বঞ্চিত হচ্ছে।
পানির পাম্প পরিচালনার জন্য বাজেট থাকলেও লোক নেই। কাগজে কলমে ক্লিনার থাকলেও বাস্তবে ক্লিনার পদে কোনো লোক নেই। হাউজ কিপিং এর জন্য ৮৪ হাজার টাকা বরাদ্দ থাকলেও শিক্ষার্থীদের দিয়ে হাউজ কিপিং করানো হয়।
এ বাবদ ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া হয়। শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে টাকা কেটে রাখেন অধ্যক্ষ।
এর আগে রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে ছাত্র হোস্টেলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যায়। তখন ক্ষুব্ধ শিক্ষার্থীরা অফিস সহায়ক রবিউল ইসলামকে (৪০) মারধর করেন এবং ইনস্টিটিউটের সিসি টিভি ক্যমেরা ভাঙচুর করেন।
পরে শিক্ষকরা রবিউলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে রবিউলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রবিউলের সঙ্গে থাকা শিক্ষক আনোয়ারুল কবির জানান, রবিউল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে আশঙ্কামুক্ত। এ ঘটনার পরে সোমবার সকাল থেকেই ইনস্টিটিউটের ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, পেশাগত প্রশিক্ষণের কারণে আমি ঢাকায় অবস্থান করছি। ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর শুনেছি। কিছু অতি উৎসাহী শিক্ষার্থী অযথা এ বিক্ষোভ করেছে। আমি কোনোরকম অনিয়ম-দুর্নীতি করি নাই।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বলেন, বিষয়টি প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ঝামেলা তারা নিজেরা সমাধান করবেন। ঘটনার পরে বিশৃঙ্খলা এড়াতে আমরা পুলিশ মোতায়েন করেছি। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ