ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেট ‘মডেল’ সড়কের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
সিলেট ‘মডেল’ সড়কের উদ্বোধন বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম

সিলেট: সিলেট নগরের চৌহাট্টা থেকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত ‘মডেল’ সড়কের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ উপলেক্ষে শোভাযাত্রা ও শহীদ মিনারের সামনে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম বলেন, সিলেটকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনার অংশ বিশেষ হিসেবে এটি কয়েকটি ধাপের একটি।

এ কাজ বাস্তবায়নে সিলেটবাসীর সহযোগিতা আহ্বান করেন।

তিনি বলেন, এ সড়কটিকে মডেল সড়ক হিসেবে গড়ে তোলার উদ্যোগের জন্য সিলেট চেম্বার অব কর্মাস এবং সিটি করপোরেশনের প্রশংসার দাবিদার। পর্যায়ক্রমে পুরো নগরীকে এর আওতায় আনা হবে। আর এসব কাজে বিভাগীয় প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব এবং সিলেট মহানগর পুলিশেরর উপ-কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।