ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমারখালীতে অপহৃত শিশু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
কুমারখালীতে অপহৃত শিশু উদ্ধার কুমারখালীতে অপহৃত শিশু উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর দুর্গাপুর থেকে অপহৃত আবুবক্করকে নামে আড়াই বছরের একটি শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর একটি দল। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
 

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়িয়া থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে রোববার (১১ ফেব্রুয়ারি) তাকে অপহরণ করা হয়।

সে কুমারখালীর দুর্গাপুর এলাকার বাচ্চু শেখের ছেলে।

আটক দু’জনের মধ্যে দৌলতপুর উপজেলার মহিষকুণি এলাকার আবুল হোসেনের ছেলে জহুরুল ইসলামের নাম জানা গেছে।

কুষ্টিয়া র‌্যাব-১২ এর এএসপি হুমায়ন কবীর বাংলানিউজকে জানান, রোববার অপহরণকারীরা শিশু আবুবক্করকে অপহরণ করে। সোমবার ওই শিশুটির  পরিবারের কাছে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর র‌্যাব ও আমলা পুলিশ ক্যাম্প মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিল আমলা এলাকার নাসিরুল ইসলামের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে। এদিকে, আমলা বাজারে মুক্তিপণের টাকা নিতে আসা জহুরুল ইসলামসহ দুইজনেক আটক করা হয়।  

আমলা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলী ইমরান বাংলানিউজকে জানান, আটক জহুরুল ইসলামকে আমলা পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। অপরজনকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।