মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, মাক্কুশাহ মাজারের মোড়ে বেরিকেড দিয়ে রেখেছে পুলিশ। রিকশা, সাইকেল থেকে শুরু করে কোনো রকম যানবাহন নিয়ে দক্ষিণ দিকে চকবাজার, বেগমবাহার, মৌলভিবাজার, মিটফোর্ড যাওয়া যাচ্ছে না।
গুলিস্তান থেকে চকবাজার রুটের লেগুনার যাত্রীরা মাক্কুশা মাজার মোড়ে নেমে হেঁটে যাচ্ছেন। এখানে নেমেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তারা। কেউ বলছেন, কারাগার থাকতে এখানে খালেদা জিয়াকে এখানে রাখার ফলে আমাদের ভোগান্তি বেড়েছে। এ ভোগান্তির শেষ কবে জানি না।
মাক্কুশা মাজারের মোড়ে চেকপোস্টে দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) শাহজাহান বাংলানিউজকে বলেন, গত কয়েক দিন ধরে নাজিম উদ্দিন রোডের এ রাস্তাটি বন্ধ রাখা হয়েছে। কবে খুলবে জানি না। আমরা শুধু হুকুম পালন করি।
গত পাঁচদিন রাস্তাটি বন্ধ। তবে রাস্তাটি ঠিক কবে খুলে দেওয়া তা তারা জানাতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দেন আদালত। ওইদিনেই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এরপর থেকেই এ রোড দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এমএইচ/ওএইচ/