মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিয়ানাবোনা গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মিজানুর রহমান মিজান (২৬) ও রসুল আলীর ছেলে নিশান আলী (২৩)।
আহত মিজানের ছোট ভাই ময়েন আলী জানান, সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে মিজান ও নিশান গোদাগাড়ীর খরচাকা সীমান্ত এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান। দিনগত রাত ২টার দিকে নৌকা থেকে তাদের আটক করে বিএসএফ সদস্যরা। এরপর বালুচরে নিয়ে গিয়ে লাঠি ও রাইফেল দিয়ে তাদের রাতভর মারধর করেন। পরে ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ সময় মিজান ও নিশান নদীপাড়ে এলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরে তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ বলেন, আহতদের সঙ্গে কথা বলতে হাসপাতালে বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানানো হবে বলেও জানান বিজিবি অধিনায়ক।
বাংলাদেশ: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এসএস/ওএইচ/