মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'সেফ মাইগ্রেশন অ্যাজ অ্যান এনটি ট্রাফিকিং এজেন্ডা: অ্যাডড্রেসিং মাইগ্রেশন ইন সাসটেইনএবল ডেভেলপমেন্ট গোলস' শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সরকার ২০৩০ সালের মধ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের যে টার্গেট নিয়েছে তা নিশ্চিত করতে নিরাপদ অভিবাসন খুবই জরুরি।
বক্তারা আরও বলেন, আমাদের দেশের অধিকাংশ প্রবাসী বেতন ও কর্মক্ষেত্র সম্পর্কে না জেনেই বিদেশে যায়। তারা দালালদের খপ্পরে পড়ে বিনা রশিদে টাকা দিয়ে দিচ্ছেন। অনেকে কোন দেশে যাচ্ছেন তা-ও না জেনে অজানা পথে পাড়ি জমাচ্ছেন। এভাবে আমাদের দেশের সহজ সরল মানুষ গুলো প্রতারিত হচ্ছেন। এজন্য নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা বাড়াতে হবে।
সভায় আয়োজক সংগঠনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য রুকসানা ইয়াসমিন সুইটি।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদ ফারুক আহম্মেদ, বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক এসকে রুমানা, আইএনএএফআই বিডি'র এক্সিকিউটিভ ডিরেক্টর আতিকুন নবী এবং বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের চেয়ারম্যান নাজমুল আহসান।
এর আগে, অনুষ্ঠানের শুরুতে ডাব্লিউএআরবিই ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সোহরাওয়ারদী হুসাইন স্বাগত বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এসআইজে/আরআইএস/