মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাভারের ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, সাভার অধরচন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে আসে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ওই এসএসসি পরীক্ষার্থী।
খবর পেয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান।
এ বিষয়ে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ বলেন, ওই স্কুলছাত্রী নকলসহ ধরাপরায় তাকে এক্সফেল করা হয়েছে। সে আর পরীক্ষা দিতে পারবে না।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন ওই ছাত্রীর পরীক্ষা নিরিক্ষা চলছে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ওএইচ/