ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাইয়ে পঁচা-বাসি খাবার বিক্রি, ওজনে কম দেয়া এবং মূল্য তালিকা না থাকার অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুল্লা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল মাসুদ এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক আমিরুল মাসুদ বাংলানিউজকে বলেন, দুপুরে উপজেলার বুল্লা বাজারে অভিযান চালানো হয়।
এসময় পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে আদর্শ মাতৃ ভাণ্ডারকে চার হাজার টাকা, একই অভিযোগে আদর্শ মিষ্টি ঘরকে দুই হাজার ও তিন ভাই রেস্টুরেন্টকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেয়ার অভিযোগে শামীম এন্টারপ্রাইজকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।