মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত দেড়টার দিকে বাহেরচর বাজারের মুদি-মনহারি ব্যবসায়ী সবুজ প্যাদার দোকান থেকে আগুন লাগে।
ততক্ষণে ৮ মার্কেটে আব্বাস হাওলাদার, বশার হাওলাদার, বাদল মাতুব্বর, শাকিল আহম্মেদসহ ৩৪ জন ব্যবসায়ীর মুদি-মনহারি, শাড়ি-কাপড়, কসমেটিক্স, ডিজেল-গ্যাস সিলেন্ডারের দোকান এবং গুদাম পুড়ে ছাই হয়ে যায়।
দোকানদার শাকিল আহম্মেদ বাংলানিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরো বাজার পুড়ে ছাই হয়ে যেতো। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ব্যবসায়ীদের বড় ধরণের ক্ষতি হয়ে গেছে।
এদিকে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটু, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র প্রমুখ।
সংসদ সদস্য মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, বুধবার (১৪ ফেব্রুয়ারি) আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগত ৭ হাজার টাকা, তিন বান্ডেল ঢেউটিন ও ৩০ কেজি চাল বিতরণ করা হবে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বাংলানিউজকে বলেন, সবুজ প্যাদা নামে এক ব্যবসায়ীর দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মাদ আলিমউল্লাহ বাংলানিউজকে বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এমএস/জিপি