মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ভৈরব শহরের পলতাকান্দা এলাকায় মাছের আড়তে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে শহরের পলতাকান্দা এলাকায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মাছের আড়তে আগুন লাগে।
ভৈরব মাছের আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডে ২৫-৩০টি দোকানের আসবাবপত্রসহ পুড়ে গেছে। এতে করে তাদের পাঁচ থেকে সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ম্যানেজার আজিজুল হক বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এনটি