মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত বেনোয়া প্রেফন্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় কানাডার রাষ্ট্রদূত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন তথ্য উপস্থাপন করে পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। সরকারের বিনিয়োগবান্ধব বিভিন্ন কর্মসূচির ফলে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক দেশে পরিণত হয়েছে। সরকারের বিনিয়োগবান্ধব নীতি কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানান।
সাক্ষাৎকালে বেনোয়া প্রেফন্তে বলেন, কানাডা বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অচিরেই বাংলাদেশ সফরে আসবেন। কানাডা সরকার পিপিপি ভিত্তিক বিনিয়োগে আগ্রহী।
এসময় নিজ দেশে নিপীড়নের মুখে বাংলাদেশে চলে আসা মিয়ানমারের রোহিঙ্গাদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন কানাডার রাষ্ট্রদূত। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশে দায়িত্ব পালনকালে নিজের ভূমিকা রাখার কথাও বলেন রাষ্ট্রদূত।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এনটি