মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা এ সাজা দেন। রিপন চক্রবর্তী উপজেলার গোবরধন গ্রামের শংকর চক্রবর্তীর ছেলে।
নাজিরপুরের বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) অনুপ কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে গাঁওখালী বাজার থেকে রিপন চক্রবর্তীকে পদার্থ বিজ্ঞান প্রশ্নের উত্তরপত্রসহ আটক করা হয়।
পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই বছরের কারাদণ্ড দেন। রিপন প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার্থীদের সরবরাহ করার জন্য গাঁওখালী স্কুল পরীক্ষা কেন্দ্রের পাশে বাজারে অবস্থান করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ