ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে ছিনতাইকালে নারীর মৃত্যু, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ধানমন্ডিতে ছিনতাইকালে নারীর মৃত্যু, গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকালে প্রাইভেটকারের নিচে পড়ে হেলেনা বেগম নামে এক নারীর মৃত্যুর ঘটনায় আবব্দুল্লাহ (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আব্দুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার আশুলিয়া থেকে আবদুল্লাহকে গ্রেফতার করা হয়।

এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

আব্দুল্লাহর জবানবন্দি প্রসঙ্গে তিনি জানান, ঘটনার সময় আবদুল্লাহ প্রাইভেটকারের পেছনে বসা ছিলো এবং গাড়িতে মোট চারজন ছিনতাইকারী ছিলো।

জড়িত বাকি তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এসি সুমন কন্তি চৌধুরী।

গত ২৬ জানুয়ারি ভোরে ধানমন্ডি সাত নম্বর সড়কে একটি প্রাইভেটকারের ভেতর থেকে হেলেনা বেগমের ব্যাগ ধরে হেঁচকা টান দিলে ওই প্রাইভেটকারের নিচে পড়ে মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।