মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সিংড়া কোর্ট মাঠে দমদমা চালেঞ্জ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে তিনি একথা বলেন।
সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রতিমন্ত্রী বলেন, চলনবিলের ছেলে-মেয়েদের খেলাধুলার বিকাশে একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, দেদার হায়াত দেলু, চালেঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
ফাইনাল খেলায় নাটোর তুহিন এলিট একাদশ ও সিংড়া সাব রেজিস্টার একাদশ দল অংশ নেয়। খেলায় নাটোর তুহিন এলিট একাদশ ২-১ গোলে বিজয়ী হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এনটি