মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
গত ১৬ জানুয়ারি চাঁদাবাজি মামলায় অভিযুক্ত হন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জালাল আহমদ জনি, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেছ, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, ছাত্রলীগ কর্মী ফয়ছল আহমদ ও কাবিলুর রহমান সুহেল।
১৪ জানুয়ারি ওই পাঁচ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন শাহজালাল সার কারখানা এলাকার আবাসিক ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আহমদ নির্মাণ সংস্থা অ্যান্ড এস রায়হান ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপক আব্দুল মান্নান।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ১২ জানুয়ারি রাতে অভিযুক্তরা তাকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন করে এবং চাঁদা দাবি করে। পরে সাদা কাগজে স্বাক্ষর রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। এ অভিযোগের প্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ তাদের বহিষ্কার করেছিল।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এনইউ/এনএইচটি