এ চুক্তির আওতায় বাংলাদেশের উত্তর পূর্বের ছয় জেলার গ্রামীণ পিছিয়ে পড়া মানুষের অবকাঠামো ও বাজার উন্নয়ন করা হবে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে ইতালির রোমে ইফাদ সদরদফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ চুক্তি সই হয়।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সর্ম্পক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং ইফাদ পক্ষে সংস্থাটির প্রেসিডেন্টি গিলবার্ট এফ. হোউংবো চুক্তিতে সই করেন।
এ সময় অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উপস্থিত ছিলেন।
পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।
শহীদুল হক বলেন, Promoting Resilience of the Vulnerable thru' Access to Infrastructure Improve Skills and Information (PROVATI) নামে এ প্রকল্প দেশের উত্তর পূর্বের পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও জামালপুর এ ছয়টি জেলায় বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, এই জেলাগুলোর ৩.৩০ লাখ পরিবার ছয় বছর মেয়াদী (২০১৮-২০২৪) এ প্রকল্পের সরাসরি উপকার ভোগ করবে।
শহীদুল হক আরও বলেন, মোট প্রকল্প ব্যয়ের ৬৩.২৫ মিলিয়ন মার্কিন ডলার ইফাদ লোন হিসেবে দেবে এবং ১.২৫ মিলিয়ন মার্কিন ডলার দেবে অনুদান হিসেবে। বাকি ২৭.০৯ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকার সরবরাহ করবে।
সকালে ইফাদের গভর্নিং কাউন্সিলের ৪১ তম সেশনের উদ্বোধনী অধিবেশনে যোগদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কর্মসূচি শুরু হয়। এ সেশনের মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এমইউএম/এএটি