বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বিষয়টি জানান।
মন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে কথা হয়েছে।
‘পরে আমরা দেশে এসে মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাওয়াত পাঠাই। তাদের ১২ সদস্যের একটি দল ঢাকায় এসেছে। দলটির সঙ্গে সব বিষয়ে আলোচনা হবে। যে প্রস্তাবগুলো আগে রাখা হয়েছিল, সেগুলো আরও ডেভেলপ করা হবে।
এখন বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অনেকাংশে কমেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ধীরে ধীরে এটা শূন্যের ঘরে আসবে। মিয়ানমারের উপর এখন আন্তর্জাতিক চাপ রয়েছে। তাই তারা আলোচনা করতে আমাদের সঙ্গে বসেছে। রোহিঙ্গাদের ফিরিয়ে না নিলে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। আশা করছি মিয়ানমার দ্রুতই রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।
কোস্টগার্ড অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সততা, দায়িত্ববোধ, কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এত কম জনবল নিয়ে কোস্টগার্ড এখন মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জানান মন্ত্রী।
খালেদা জিয়াকে স্থানান্তরের পরিকল্পনা নেই
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
পিএম/এএ