ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার রায়ের কপি পেলে রোববার আপিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
বৃহস্পতিবার রায়ের কপি পেলে রোববার আপিল খালেদা জিয়া/ফাইল ফটো

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কপি বিকেল নাগাদ দেওয়ার কথা থাকলে শেষ পর্যন্ত পাওয়া যায়নি। কপি তোলা হবে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)। আর ওইদিন হাতে পেলে রোববার (১৮ ফেব্রুয়ারি) করা হবে আপিল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে বিষয়টি জানান বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

এর আগে জানা যায়, খালেদা জিয়ার রায়ের কপির কাজ দ্রুত গতিতে চলছে।

বিকেল ৪টা নাগাদ রায়ের কপি পাওয়া যেতে পারে।

গত (১২ ফেব্রুয়ারি) রায়ের জন্য আদালতে ৩ হাজার ফোলিও (যে কাগজে রায়ের কপি সরবরাহ করা হয়) জমা দেন বলেও জানান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

গত ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

খালেদার স্বাস্থ্য পরীক্ষার অনুমতি মেলেনি
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।