ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
নাটোরে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরে ১০ ফেনসিডিলসহ রাকিবুল ইসলাম জয় (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর মোবাইল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। রাকিবুল শহরের বড়গাছা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান বাংলানিউজে জানান, জয় একজন চিহ্নিত মাদক বিক্রেতা। দুপুরে ফেনসিডিলসহ রাজশাহী থেকে যাত্রীবাহী লেগুনায় করে নাটোরে ফিরছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ওই লেগুনায় তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।