ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৪১৬ বোতল ফেনসিডিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ৪১৬ বোতল ফেনসিডিলসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায়  ৪১৬ বোতল ফেনসিডিলসহ মো. সোহেল মিয়া নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এসময় ফেনসিডিল বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্ব মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সোহেল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আব্দুল হেকিম মিয়ার ছেলে।

বুধবার বিকেলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ এক সংবাদ বিজ্ঞতির মাধ্যমে এ জানান।

তিনি আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।