বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার দুর্লবপুর থেকে মনু ব্যারেজ এলাকা পর্যন্ত মনু নদীর দু'পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
অভিযানে অবৈধ একটি বাল্কহেট জব্দ ও পাঁচটি ড্রেজিং মেশিন বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী রণন্দ্র সংকর চক্রবর্তী প্রমুখ।
ইউএনও মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মধ্যে পড়েছে মৌলভীবাজার জেলা শহর ও আশপাশের গ্রামগুলো। বর্ষায় নদীর পার ভেঙ্গে ঘটে যেতে পারে বড় ধরনের বিপর্যয়। নিয়ম অমান্য করে বালু উত্তোলন বন্ধ করতে এ অভিযান চালানো হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এসআই