ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ফেনীতে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক ফেনসিডিলসহ আটক মোহাম্মদ ইব্রাহীম হোসেন/ ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী রেলস্টেশনে ৫ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ ইব্রাহীম হোসেন (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে রেলওয়ে পুলিশ। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলার নির্দেশ দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালায়। এসময় ইব্রাহিমকে ফেনসিডিলসহ আটক করা হলেও মূলহোতা মাসুদ ও ফাতেমীকে আটক করা সম্ভব হয়নি। তাদের নেতৃত্বেই স্টেশন এলাকায় বিস্তার করেছে মাদকের ব্যবসা।  

অভিযানে রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এদিকে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর গ্রামে মির্জাবাড়ির নাজমা আক্তারকে (৩১) এক কেজি গাঁজাসহ আটক করা করে। পরে নাজমাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।