ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিরাইয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
দিরাইয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মজনু মিয়া (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মজনু ওই গ্রামের বাসিন্দা।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুলঞ্জ ইউনিয়নের টাংনির জলমহাল (মাছ ধরার বিল) দখল নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান ও কুলঞ্জ গ্রামের ডনেল চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত কয়েকদিন ধরেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লেকাজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘের্ষ জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মুজিবুরের পক্ষের মজনু নিহত হন। এসময় আহত হন আরও চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।