বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের পর মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহান আরা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জীবনানন্দ দাস বরিশালে জন্ম নিয়েছিলেন।
এ জন্য কলেজ কর্তৃপক্ষতে তিনি অনুরোধ করেন যাতে করে তরুণ প্রজন্ম জীবনানন্দ দাসকে নিয়ে তাদের আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সে জন্য পদক্ষেপ নেওয়ার।
জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের আহ্বায়ক সৈয়দ মেহেদি হাসান বাংলানিউজকে বলেন, এবারের মেলায় ৩৪টি স্টল রয়েছে। যেখানে বইসহ নানা ধরণের পসরা থাকছে। এছাড়া প্রতিদিন জীবনানন্দ দাসকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। মেলা চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এমএস/জিপি