মাগুরায় ঘর পেল ৫ গৃহহীন পরিবার
মাগুরা: মাগুরা সদর উপেজলায় পাঁচটি হতদরিদ্র পরিবারের মধ্যে তৈরি করে দেওয়া বাড়ির তালাচাবি হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ২০১৬-১৭ অর্থ বছরে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় জমি আছে ঘর নেই এমন পাঁচজনের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।
ইউএনও আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী।
এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়াম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।