ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
মুরাদনগরে ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রাকের চাপায় আমিনুল ইসলাম বেলাল (৩৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চালককে আটক করতে না পাড়লেও সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম উপজেলার ভূবনগর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে ও ভূবনগর গ্রামের রাইজিং সান কিন্ডার গার্ডেনের সাবেক প্রিন্সিপাল।

আটক সহকারী হাবিব (২০) জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী মহসিন হায়দার জানায়, শিক্ষক আমিনুল ইসলাম সকালে নিজ বাড়ি থেকে হেঁটে মুরাদনগর বাজারে যাচ্ছিলেন। মুরাদনগর থানার সামনে আসা মাত্র পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুরাদনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আর্জুন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও সহকারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।