ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজী আব্দুল মালেক কলেজকে সরকারিকরণের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
হাজী আব্দুল মালেক কলেজকে সরকারিকরণের দাবি মানববন্ধন কর্মসূচি

খুলনা: খুলনার হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজকে সরকারিকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা বেগমের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান উপস্থিত হয়ে এর সঙ্গে একাত্ততা প্রকাশ করেন এবং কলেজটিকে সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এসএম আসাদুজ্জামান রাসেল, শেখ ফারুক হোসেন, এসএম কামাল হোসেন, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আসিফ ইকবাল, এসএম আরিফুজ্জামান অপু, এসএম সোহেল ইসহাক, শামীম শেখ, গোলাম কিবরিয়া, এফএস ইয়াসিন আরা, মো. রুহুল আমিন মোড়ল, আব্দুর রউফ, তরুন কান্তি সিংহ, বিশ্নুপদ রায়, কালিদাস মহলদার, শশাংক মল্লিক, শেখ এমদাদুল হক, শেখ সিরাজুল ইসলাম, পিজুস সরকার, রুপক রায়, ছাত্রনেতা রুমান আহম্মেদ, সাব্বির রহমান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, রূপসা পাড়ের এ কলেজটির বেশ সুনাম রয়েছে। কলেজের বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। এ সব পরিবারের পক্ষে বেসরকারি কলেজের ব্যয় নির্বাহ করা কষ্টসাধ্য।

বক্তারা কলেজটি সরকারি করার মাধ্যমে এলাকার ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার দ্বার সুলভ করার জন্য শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।