বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল সদর উপজেলার গোডবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানান টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম।
আটকরা হলেন- নরসিংদী সদর উপজেলার ১৫২ নাগরিয়াকান্দি এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. সিদ্দিকুর রহমান নাহিদ (২৯), একই জেলার রায়পুর উপজেলার দরিহাইরমারা গ্রামের মো. মৃত নুরুল হোসেন ছেলে মো. ওয়ালিদ হোসেন লাল (৪৪) ও মো. তারেক হোসেন নীল (৪৪)।
রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার গোডবাড়ী গ্রামস্থ মোতালেবের বাড়ির পাশে একটি বাগানে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ সিদ্দিকুর রহমান নাহিদ, ওয়ালিদ হোসেন লাল ও তারেক হোসেন নীলকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড যুক্ত ছিলেন। ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এনটি