বাগেরহাট: তেল বিক্রির সময় পরিমাপে কম দেওয়ায় বাগেরহাটে দুই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার ও সিফাত উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে জেলার ফকিরহাট উপজেলার খান ফিলিং স্টেশন ও আরা ফিলিং স্টেশন তেল বিক্রির সময় পরিমাপে কম দিয়ে আসছিল।
এমন অভিযোগের ভিত্তিতে বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা ও আরা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।