ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এমপিদের অধিকার ক্ষুণ্নের নোটিশ বিবেচনাধীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এমপিদের অধিকার ক্ষুণ্নের নোটিশ বিবেচনাধীন

জাতীয় সংসদ ভবন থেকে: গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে অধিকার ক্ষুণ্নের যেসব নোটিশ দিয়েছেন সংসদ সদস্যরা সেগুলো বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় কমিটিতে অপেক্ষাধীন রয়েছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এক বছর আগে দেওয়া নিজের অধিকার ক্ষুণ্নের নোটিশের অবস্থা জানতে চান আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

তার বক্তব্য শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আপনার নোটিশটি গ্রহণ করা হয়েছিল এবং সেই সাথে আরও কয়েকজন সংসদ সদস্যের নোটিশ গৃহীত হয়েছে।

সেগুলো বিশেষ অধিকার কমিটিতে পেন্ডিং আছে এবং নোটিশগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। এরইমধ্যে আরও কয়েকটি বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ এসেছে, সেগুলোও বিচেনাধীন আছে।

বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশের জবাব চেয়ে এ কে এম শামীম ওসমান বলেন, এক বছর আগে কিছু পত্রিকার নিউজের কারণে আমি একটা অধিকার ক্ষুণ্নের নোটিশ দিয়েছিলাম। এক বছর পেরিয়ে গেছে আমি তার কোনো রেজাল্ট পাইনি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।