ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে মাদকদ্রব্যসহ ৬ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
চৌদ্দগ্রামে মাদকদ্রব্যসহ ৬ মাদক বিক্রেতা আটক আটক ছয় মাদক বিক্রেতা

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক অভিযানে চালিয়ে ১৯শ’ পিস ইয়াবা ও ৩৭৫ বোতল ফেনসিডিলসহ ছয় মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজার, আটগ্রাম ও মিয়াবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- ঘোলপাশা ইউনিয়নের আদর্শ গ্রামের আবু বকর, একই গ্রামের বাবলু, শুভপুর ইউনিয়নের ছোট ধলুয়া গ্রামের সাইফুল ইসলাম শিমুল, উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের সুমন, বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রামের আবুল বাশার বসু ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের ওসমান গণি।

এ ‍বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজার এলাকা থেকে ৪শ’ পিস ইয়াবা ও ৩শ’ বোতল ফেনসিডিলসহ আবু বকর, বাবলু, শিমুল ও সুমনকে আটক করা হয়।

থানা পুলিশের আরেকটি টিম মিয়াবাজার ফুড ভিলেজের সামনে থেকে ১৫শ’ পিস ইয়াবাসহ ওসমান গণিকে আটক করে।  

অপরদিকে, আটগ্রাম বিজিবির কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান তার টহলদল নিয়ে আটগ্রামের আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ আবুল বাশার বসুকে আটক করে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।