ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে ২ বাংলাদেশি যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
হিলি সীমান্তে ২ বাংলাদেশি যুবক আটক

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে দেশে ঢোকার সময় দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হিলি সীমান্তের বালুরচড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলার পদমপুর গ্রামের বাবুল হকের ছেলে দুলাল হক (১৮) ও একই গ্রামের অহেদুজ্জামানের ছেলে শান্ত মিয়া (২০)।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছির বাংলানিউজকে জানান, দুপুরে হিলি সীমান্তের বালুরচড় এলাকার বিজিবির ৬ নম্বর সেন্ট্রিপোস্টের সামনে দিয়ে ওই দুই যুবক ভারত থেকে বাংলাদেশে দৌড় দেয়। এসময় দায়িত্বরত বিজিবি সদস্য তাদের ধাওয়া দিয়ে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২৫ দিন আগে ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল সীমান্ত এলাকা দিয়ে ভারতে গরু আনতে গিয়েছিলেন। একই পথ দিয়ে দেশে ফিরতে না পারায় হিলি সীমান্ত দিয়ে তারা দেশে ফিরছিলেন। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের পর হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।