ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্যাংকের মূলধন সংকট নিয়ে হতাশ এমপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
ব্যাংকের মূলধন সংকট নিয়ে হতাশ এমপি

জাতীয় সংসদ ভবন থেকে: রাষ্ট্রায়ত্ব ব্যাংকের মূলধন সংকট নিয়ে হতাশা প্রকাশ করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম।

গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক তার মূলধন হারিয়ে ফেলেছে। এজন্য সরকারের কাছে ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা চেয়েছে।

এটা আশ্চর্যজনক!

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পয়েন্ট অব অর্ডারে কথা বলতে গিয়ে এভাবে হতাশা প্রকাশ করেন ফখরুল ইমাম।  

তিনি বলেন, গত পাঁচ বছরে সরকার ব্যাংকগুলোকে ১০ হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে। এবার ২০ হাজার কোটি টাকা চেয়েছে। এরমধ্যে কৃষি ব্যাংক সাড়ে ৭ হাজার কোটি, সোনালী ব্যাংক ৬ হাজার কোটি এবং বিভিন্ন ব্যাংক বিভিন্ন অঙ্কে টাকা চেয়েছে।

ফখরুল ইমাম বলেন, বেসিক ব্যাংককে ৪ হাজার কোটি টাকা লুট, ফারমার্স ব্যাংকের খবর নেই। বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা চুরি হয়েছিল তার কোন কূলকিনারা নেই। আমরা শুনেছি রিপোর্ট হয়েছে, কিন্তু রিপোর্টের বিষয়বস্তু জানতে পারিনি। অপসোর ব্যাংকের কেলেঙ্কারি কথা জানি। এখন নতুন করে শুরু হয়েছে এজেন্ট ব্যাংক। কম খরচ করার জন্য এজেন্ট ব্যাংক করেছে। বিভিন্ন জায়গায় এজেন্ট ব্যাংকের শাখা ছড়িয়ে আছে। বিকাশের মাধ্যমে ব্যাংকের যে টাকা লেনদেন হয় সেখানেও অনিয়ম হয়। এজেন্ট ব্যাংকের নিয়ন্ত্রণ নেই। এজেন্ট ব্যাংক আগে শুধু টাকা জমা নিতো এখন টাকা উত্তোলনসহ অনেক কর্মকাণ্ড করছে, যা ভয়াবহ ব্যাপার।

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হয়ে প্রধান বিচারপতি নিয়োগ করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির আরেক সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, এই নিয়োগ না দেয়ার ফলে আমাদের বিচার ব্যবস্থা কিছুটা মন্থর গতিতে চলছিল। এখন গতি ফিরে আসছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।